১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুয়াকাটায় জলবায়ু তহবিলের দাবিতে সাইকেল র‍্যালি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৮ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০২৪

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় জলবায়ু তহবিলের দাবিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা-ধরা, এশিয়ান এনার্জি নেটওয়ার্ক ও এপিএমডিডি’র উদ্যোগে ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাঠে এসে সমবেত হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে বক্তব্য প্রদান করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সিপিপি টিম লিডার ওমর পাটোয়ারী প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ‘বিশ্বব্যাপি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে। এতে সমগ্র বিশ্বের সমস্যা হলেও বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো এর ভয়াবহ পরিণতি ভোগ করছে সবচেয়ে বেশি। আমরা প্রত্যাশা করছি, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষায় উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।’

বক্তারা আরও বলেন, ‘কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে কয়লানির্ভর নতুন কোনো বিদ্যুৎ প্রকল্প অনুমোদন ও অর্থায়ন না করা এবং জলবায়ু সম্মেলনে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর একটি তহবিল সৃষ্টির দাবি জানাচ্ছি।’

85 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন