বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৩ অপরাহ্ণ, ২৭ মে ২০২৩
কুয়াকাটায় টেকসই উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বøু ট্যুরিজাম: টেকসই উপক‚লীয় ও সমুদ্র ভিত্তিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে শনিবার সকালে হোটেল গ্রেভার ইন’র হল রুমে এ কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজ বোর্ডের উপ সহকারী পরিচালক মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. মো.লোকমান আলী।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের সহকারী অধ্যাপক সামশাদ নওরিন, ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মনির হোসেন চৌধুরী। এছাড়া এ কর্মশালায় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুর অপারেটর টোয়াক’র সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক মো.সাইফুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশর সাধারণ সম্পাদক ইসমাইল গাজী। কুয়াকাটা ট্যুর অপারেটর টোয়াক, ট্যুর গাইড এসোসিয়েশন, ট্যুরিষ্ট বোর্ড মালিক সমিতি, ফুট স্ট্রিট ভেন্ডার, অটোভ্যান মালিক সমিতিসহ ৫৫ জন এ কর্মশালায় অংশগ্রহন করেন।