কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইয়ের মলাটে করে গাঁজা পাচার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইয়ের মলাটে করে গাঁজার চোরাচালান আটক করেছে গোয়েন্দা পুলিশ। চালানটি বাংলাদেশ থেকে বাহরাইনে যাওয়ার কথা ছিল। তবে মাদক উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, এটা কুরিয়ার সার্ভিসের অফিসে আসলে স্ক্যানিং করে সংশ্লিষ্টরা দেখতে পান যে, সন্দেহজনক কিছু আছে।
এরপর তারা গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ মাদক উদ্ধারের টিম লিডারকে বিষয়টি জানান। পরে পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় আধা কেজি গাঁজা পাওয়া যায়। তিনি আরও বলেন, কয়েকটি বইয়ে করে মাদক বাহরাইনে পাঠাতে চেয়েছিল চক্রটি।
বাহরাইনে গাঁজা পাওয়া যায় না। তাই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে গাঁজা পাঠানো হচ্ছিল। সেখানে এ সব মাদক চড়া মূল্যে বিক্রি অথবা নিজেরা সেবন করতে এভাবে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের খুঁজে পেলে বেরিয়ে আসবে বিদেশে মাদক চোরাচালানের সিন্ডিকেট।
গোয়েন্দাদের কাছে আগেই তথ্য ছিল বইগুলোর ভেতরে গাঁজার একটি চালান পাচার হচ্ছে। পরে কুরিয়ার সার্ভিস থেকে বইগুলো উদ্ধার করা হয়। তবে বইয়ের প্রতিটি পৃষ্ঠা খুঁজে মাদকের কোনো অস্তিত্ব পাচ্ছিল না পুলিশ। পরে মলাটের ভেতর থেকে বেরিয়ে এলো মাদক।
প্রতিটি বইয়ের দুপাশের মলাটের ভেতর ঢোকানো হয়েছে গাঁজা। এগুলো মলাটে এমনভাবে আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে যেনো বাইরে থেকে বোঝা না যায়। পুলিশ বলছে, মাদকের এই চালানটির উৎস খুঁজছেন তারা। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাহরাইনে একজনের নাম-ঠিকানাও পাওয়া গেছে।
বাংলাদেশের লোকজনও সন্দেহজনক কিছু নাম-ঠিকানা দিয়েছে। তাদেরকে ধরার চেষ্টা চালছে। আশা করা যাচ্ছে দ্রুত চোরাচালানকারীদের আটক করতে সক্ষম হবে পুলিশ।
জাতীয় খবর