বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:৫৯ অপরাহ্ণ, ১৯ মে ২০১৬
পটুয়াখালী: গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর বিকেল থেকে উত্তাল রয়েছে। উপকূলজুড়ে জারি করা হয়েছে ৪ নম্বর সতর্কতা। সাত থেকে আট ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ছে।
এদিকে সাগর উত্তাল থাকায় জেলেরা নিরাপদ আশ্রয়ে ছুটছেন। উপকূলের বিভিন্ন ঘাটে তারা নোঙ্গর করে আছেন। দুপুর থেকে পটুয়াখালীর গোটা উপকূল জুড়ে অবিরাম বর্ষণ চলছে।
কলাপাড়া আবহাওয়া অফিসের কর্মকর্তা প্রদ্বীপ কুমার জানান, পায়রা বন্দরসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকায় চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানান, বৃহস্পতিবার ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলায় ৫৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।
পটুয়াখালী নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, নৌবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত জারি করায় ৬৫ ফুটের নীচের ছোট লঞ্চ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বিকেল সাড়ে ৫টার মধ্যে পূর্ব নির্ধারিত দুই ডাবল ডেকারের যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশে পটুয়াখালী লঞ্চঘাট ত্যাগ করেছে।