বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৪৬ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০১৬
পটুয়াখালি: কুয়াকাটার চরগঙ্গামতি সৈকতে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৮টায় মরদেহটি উদ্ধার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, সন্ধ্যায় স্থানীয়রা চরাগঙ্গামতি সৈকতে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে বলে জানান ওসি।