আনন্দঘন পরিবেশের মধ্যেদিয়ে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় বরিশাল সাংবাদিক পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি নাইট ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বরিশাল সাংবাদিক পরিষদের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সাগরকন্যা কুয়াকাটায় পৌছায়।
এ সময় বাকেরগঞ্জ থানা ও পটুয়াখালী পুলিশ সার্বিক নিরাপত্তা প্রদান করে বরিশাল সাংবাদিক পরিষদের সদস্যদের।
কুয়াকাটায় পৌছানোর পরে বরিশাল সাংবাদিক পরিষদ’র সদস্যদের উৎসবমুখর পরিবেশ সৃষ্ঠি হয়। পরে সন্ধায় সাগরকণ্যা কুয়াকাটায় বরিশাল সাংবাদিক পরিষদ’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠানের টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক ব্যুরো প্রধান লিটন বাশার উদ্বোধন করেন।
এর পর বরিশাল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ কুয়াকাটায় ব্যাপক আতশবাজির মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এই অনুষ্ঠান সমাপ্তি হয়।
শুক্রবার বেলা সাড়ে ১টায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয় বরিশাল সাংবাদিক পরিষদের সদস্যরা। পরে বেলা সাড়ে ৩টায় বরিশালে এসে পৌছায়।
সমগ্র অনুষ্ঠানটি সফল করেছেন বরিশাল সাংবাদিক পরিষদের সভাপতি জিএম ফারুক লিটু, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মহসিন সুজন, দপ্তর সম্পাদক এসজিএম খালেদ, প্রচার সম্পাদক এমএসআই লিমন, তথ্য ও গবেষনা সম্পাদক এম ফোরকান, ক্রীড়া সম্পাদক ফাহিম ফিরোজ সদস্য আরিফুর রহমান প্রমুখ।
বরিশালের খবর