পটুয়াখালী: পটুয়াখালী জেলার কুয়াকাটায় ইলিশ প্রজনন উৎসব ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) হোটেল বিচ হ্যাভেন মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশের সব নদীতে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ইলিশ সম্পদ রক্ষায় ইউএসএআইডি এর অর্থায়নে ইকোফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদফতর যৌথভাবে ইলিশ প্রজনন উৎসব-২০১৬ আয়োজন করে।
মৎস্য বিভাগের উপ-পরিচালক বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউএসএআইডি’র অর্থনৈতিক প্রবৃদ্ধি বিভাগের পরিচালক নাথান সেইজ, ইকোফিশ প্রকল্পের টিম লিডার ড. আব্দুল ওহাব, প্রকল্প পরিচালক এম আই গোলদার, সহকারী পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
খবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি