৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুয়াকাটায় পর্যটকের মোবাইল ছিনতাই, কিশোর আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ১৫ মে ২০১৬

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে অবস্থানকালে পর্যটক মুহসিনা জান্নাতের মোবাইল সেট ছিনতাই হয়েছে। সে ঢাকার উদ্ভাস কোচিং সেন্টারের ব্যাচ সমন্বয়কারী। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার রাতে হোটেল থেকে সৈকতে ঘুরতে গেলে ছিনতাইকারীরা মুহসিনা জান্নাতের মোবাইল সেটটি ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক বিষয়টি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করলে তারা সন্দেভাজন হিসাবে আলমাছ নামের এক কিশোরকে আটক করে।

পর্যটক মুহসিনা জান্নাত জানান, তারা চারজনের একটি দল শনিবার দুপুরে কুয়াকাটায় এসে হোটেল সী গার্ডেনে অবস্থান নেন। রাতে বীচে অবস্থানকালে ছিনতাইকারীরা হাত থেকে মোবাইল সেটটি ছিনিয়ে নিয়ে যায়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ এ এস পি ফসিউর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এক কিশোরকে আটক করা হয়েছে। মোবাইল সেটটি উদ্ধারের চেষ্টা চলছে।

46 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন