পটুয়াখালীর কুয়াকাটায় রাধা-গোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা মন্দিরের ক্লবসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দূর্গা প্রতিমার কয়েকটি হাত দুমরে-মুচরে রাখে।
এছাড়া অন্যান্য হাতের আঙ্গুল ভেঙে ফেলে। এছাড়া স্বরস্বতী প্রতিমাসহ তার বাহন হাঁস ভাঙচুর করে উপুর করে রাখা হয়। এ ঘটনায় মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে কুয়াকাটা রাধা-গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি।”
মন্দিরের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহার রঞ্জন মন্ডল বরিশালটাইমসকে জানান- এ এলাকায় প্রতিমা ভাঙচুর এই প্রথম। যে কারণে এটা অনাকাঙ্খিতই বলা যায়।
এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।’
মন্দিরের ভারপ্রাপ্ত কেয়ার টেকার নির্মল চন্দ্র রায় বরিশালটাইমসকে জানান- বৈরী আবহাওয়ার কারনে সাগর উত্তাল। ফলে সাগরের সো-সো শব্দ এত বেশি যে, দুর্বৃত্তদের তালা ভাঙার আওয়াজ তারা শুনতে পাননি।’
এছাড়া তারা মন্দির থেকে একশত গজ দূরত্বে থাকেন বলে উল্লেখ করেন তিনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান- প্রতিমা ভাঙার বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। কারন সারা রাত থেকে সকাল পুলিশ ওই স্থানে তাদের ডিউটি পালন করেছে।’
কুয়াকাটার সমাজ সেবক অনন্ত মূর্খাজী বরিশালটাইমসকে জানান- প্রতিমা ভাঙচুরের ঘটনা দুঃখজনক। ঘটনার তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন তিনি।”
শিরোনামপটুয়াখালি