কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এলো অর্ধগলিত মরদেহ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একটি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে সৈকতের জিরোপয়েন্ট সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর সাগর থেকে মরদেহটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তার বয়স ও পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালি, বিভাগের খবর