৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কৃষি ইনস্টিটিউট গেটে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২১ অপরাহ্ণ, ০৪ জুন ২০২৩

কৃষি ইনস্টিটিউট গেটে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জের রহমতপুরে আঞ্চলিক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের গেটে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোররাতে আনুমানিক ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসময় অমল সজ্জনের মুদি ও স্টেশনারি দোকান, রফিকুল ইসলামের খাবার হোটেল, গোলাম মোস্তফার কবিরাজি ওষুধের দোকান এবং ইউনুস হাওলাদারের চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে বিভিন্ন দোকানে থাকা নগদ টাকা ও মালামালসহ প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রাতেই বাবুগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগেই ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। #

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন