বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: যৌন হয়রানির বিরুদ্ধে ‘#মিটু’ আন্দোলনের হাওয়ায় গরম ছিলো বিশ্বের নানান দেশ। মিটু ঝড়ে ‘ভালো মানুষ’ তকমা লাগানো অনেক খ্যাতিমান পুরুষদের মুখোশ খুলে গেছে। সেই গরম হাওয়া ফেঁসে গেছেন ভারতের অনেকে অভিনেতা, নির্মাতা, প্রযোজক, গায়ক। কলকাতায় সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় এই অভিনেত্রী নিজের ক্যারিয়ার ও পথচলার নানা বিষয়ের আলোচনার একপর্যায়ে তিনি মন্তব্য করেছিলেন বেশ কিছু চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নায়কদের সম্পর্কে। বিনোদন জগতে চলতি বছরের বেশ আলোচিত ছিলো ওই মন্তব্য।
শ্রীলেখা বলেন, ‘আমার বরাবরই ছবি কম। প্রচার কম। কাগজে বড় বড় ছবি ছাপা হয় কম। আসলে গোটা বিষয়টা আমার কাছে পাওয়ার ইকুয়েশন। যার যত ক্ষমতা, ক্ষমতা টাকার হোক বা কাজ দেওয়ার হোক, তার তত গর্জন। তোষামোদপ্রিয় মানুষ সর্বক্ষেত্রেই বিরাজমান।’
‘সে ইগো বুস্ট করতে কেউ তেল চায়। কেউ শরীর। কেউ বা দুটোই। যারা দেন, তারা দেন। ভালো করেই দেন। যারা দেন না, তাদের আমার মতো, কিস্যু যায় আসে না।’