১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৭ অপরাহ্ণ, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদার (কে এম নুরুল হুদা) কে প্রধান করে নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, ডা. জারিনা রহমান খান, সাবেক সচিব রফিকুল ইসলাম, ড. তোফায়েল আহমেদ, বেগম কবিতা খানম, আব্দুল মান্নান, ব্রিগেডিয়ার (অব.) জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

সোমবার  (৬ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সচিবলায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার ৭৩ ব্যাচের প্রশাসনিক ক্যাডার হিসেবে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া ফরিদপুর জেলার প্রশাসক ছিলেন।

আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান সার্চ কমিটির সদস্যরা।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

কমিটি গঠনের পর গত ২৮ জানুয়ারি প্রথম বৈঠক করে সার্চ কমিটি। এরপর ৩০ জানুয়ারি দ্বিতীয় দিনে দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকদের সঙ্গে বৈঠক করেন তারা।

পরে ৩১ জানুয়ারি নিজেদের মধ্যে বৈঠক করে সার্চ কমিটি। যেখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত শতাধিক নামের মধ্যে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বৈঠকে বসেন কমিটির সদস্যরা।

40 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন