১১ ঘণ্টা আগের আপডেট সকাল ৯:৪৬ ; বৃহস্পতিবার ; নভেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

কোচকে ধন্যবাদ তিনিই আমাকে উৎসাহ দিয়েছেন: সাকিব

বরিশালটাইমস রিপোর্ট
৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

আঙ্গুলের চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ মিস করেছেন। শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও। কিন্তু সব শঙ্কা দুরে ঠেলে মাঠে নামলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলকে চট্টগ্রামে টেস্ট জিতিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার স্পর্শ করলেন ২শ’ উইকেট শিকারের মাইলফলক, গড়লেন বিশ্বরেকর্ড।

অথচ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, ‘সিরিজে প্রথম টেস্টে আমি খেলতে পারবো কি-না, এখনও জানি না।’ শেষ পর্যন্ত ঠিকই সাকিব খেলেছেন। ভাল পারফরমেন্সও করেছেন। নেতৃত্বগুনে দলকে ম্যাচও জিতিয়েছেন তিনি। ম্যাচে ব্যাট হাতে ৩৫ রান ও বল হাতে পাঁচ উইকেট নেন সাকিব। এ ম্যাচের পাঁচ উইকেট দিয়ে টেস্ট ক্রিকেটে ২শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

তবে চট্টগ্রামে টেস্টে খেলার জন্য সাকিবকে সবচেয়ে বেশি উৎসাহি করেছেন দলের কোচ স্টিভ রোডস। সিরিজের প্রথম টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান সাকিব, ‘আলহামদুলিল্লাহ, ম্যাচটা ভালোভাবে খেলতে পেরেছি। খুবই কঠিন সিদ্বান্ত ছিল। খেলতে পারবো কী পারবো না তা নিয়ে দ্বিধায় ছিলাম। ধন্যবাদ জানাতে হয় কোচকে।

কারণ তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি আমাকে খেলার জন্য উৎসাহ দিয়েছেন। আমি অনেকবার মনে করেছি, আমি পারবো না। কিন্তু তিনি অনেক সহায়তা করেছেন খেলার জন্য। তবে আলহামদুলিল্লাহ, আমরা যারা ১১ জন খেলেছি এমনকী যারা বাইরে ছিল তারাও জেতার জন্য উদগ্রীব ছিলো। আমাদের বিশ্বাস ছিল আমরা পারবো। তাই সবার জন্যই জয় এসেছে। তবে এখন সামনের ম্যাচেও লক্ষ্য থাকবে আমাদের।’

অভিষেক ম্যাচ খেলতে নেমেই চমক দেখিয়েছেন ১৭ বছর বয়সী ডান-হাতি অফ-স্পিনার নাইম হাসান। তাই নাইমের প্রশংসাও করেছেন সাকিব, ‘সে প্রথম ইনিংসে দারুণ বল করেছে। তার আরও উইকেট নেয়ার সম্ভাবনা ছিল। যেটা সে দ্বিতীয় ইনিংসে পারেনি। কিন্তু সে অনেক কিছু শিখেছে এই ম্যাচে। সে আরও ম্যাচ খেললে আশা করি আরও অভিজ্ঞ হবে এবং অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আমি বলতে চাই পুরো জয়টাই দলগত পারফরম্যান্স ছিল।’

এ ছাড়া দলের অন্যান্যদের প্রশংসাও করেছেন সাকিব। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে মুমিনুলের পর তাইজুল ও নাঈমের ব্যাটিং আমাদের সাহায্য করেছে। ছোট ছোট পার্টনারশিপগুলোতে ২০-৩০ রান বেশ সাহায্য করেছে। ছোট লক্ষ্যের ম্যাচে এমন রানগুলোই বেশি গুরুত্বপূর্ণ হয়।’

এ ম্যাচে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২শ’ উইকেট নিয়েছেন সাকিব। পাশাপাশি ব্যাট হাতে আগেই ক্যারিয়ারে ৩ হাজার রান করেছেন তিনি। তাই দ্রুত ২শ’ উইকেট ও ৩ হাজার রান করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বরেকর্ড নিয়ে সাকিব বলেন, ‘আমি সব সময় মনে করি, আমি যখন খেলি দলের জন্যই খেলি। আমি যেভাবে পারি দলের জন্য কিছু করার সর্বোচ্চ চেষ্টা করি। আমার সৌভাগ্যই বলতে হবে, আমি এমন কিছু একটা করতে পেরেছি। আশা করি আরও কিছু করতে পারবো।’

খেলাধুলার খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী রওশন  'স্বতন্ত্র-মতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই'  আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন জমা  বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান  বরিশালে লাইসেন্স না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে কলাপাড়ায় র‌্যালি  শান্তি-সমাবেশের ব্যানারে সাদিক আব্দুল্লাহ’র নির্বাচনী মহড়া (!)  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫