ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে করতে যাওয়ার পথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় কেন্দ্রীয় কমিটির কয়েকজনকে মারধর করা হয়। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রাশেদ খান ও নূরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলকারীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।
জানা গেছে- আজ (৩০ জুন) শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন উপলক্ষে উপস্থিত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় তাদের মুখোমুখি অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে নিয়ে যাওয়া হয়।
তবে এ বিষয়ে ছাত্রলীগের তরফ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।’
জাতীয় খবর