১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কোরআন ও মহানবীকে অবমাননাকারী সেই লিমন গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৫ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০১৭

বরগুনার আমতলীতে কোরআন ও মহানবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী লিমন ফকিরকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের পুরাতন পৌর অফিসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এরপরে মঙ্গলবার তাকে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক বৈজয়ন্ত বিশ্বাস জেল হাজতে প্রেরণ করেন।

লিমন আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাবুল ফকিরের ছেলে।

পুলিশ জানায়- এ বছর জানুয়ারী মাসের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পবিত্র কোরআন ও মহানবীকে (স:) নিয়ে বিরূপ মন্তব্য করে স্ট্যাটাস দেন। ওই ঘটনায় মাওলানা ওমর ফারুক জেহাদী গত ১১ জানুয়ারী আমতলী আদালতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এর ১ ও ২ ধারায় একটি মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মামলাটি আমলে নিয়ে এজাহার হিসাবে গ্রহনের জন্য আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। অবশ্য ওই সময় থেকে লিমনের বিচারের দাবিতে আলেম সমাজ একের পর এক আন্দোলন করে আসছে।

কিন্তু লিমন মামলা দায়ের পরে এলাকা থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যায়। গত তিন মাস পালিয়ে থাকার পর আসলে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ মঙ্গলবার লিমনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।”

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন