ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৫৯ ; সোমবার ; জুন ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

কোহলি ইন, রোহিত-ধাওয়ান আউট

বরিশালটাইমস রিপোর্ট
১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮

সদ্য সমাপ্ত এশিয়া কাপে দু’জনই সর্বোচ্চ রান সংগ্রাহক। শিখর ধাওয়ান করেছেন ২টি সেঞ্চুরি। রান এসেছে তার ব্যাট থেকে ৩৪২। রোহিত শর্মা একটি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরি সহ করেছেন ৩১৭ রান।

তবুও, চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ দেয়া হলো শিখর ধাওয়ান এবং রোহিত শর্মাকে। এশিয়া কাপ মিস করে আবারও দলে ফিরে এলেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে নেতৃত্বের আর্মব্যান্ডও উঠছে তার হাতে।

রোহিত শর্মাকে দলে না রাখায় যারপরনাই বিস্মিত সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কলকাতার মহারাজ এ ব্যাপারে নিজের অসন্তোষ কথা প্রকাশ করে টুইটারে লেখেন, ‘টেস্ট দলে যখনই রোহিতের নাম চোখে পড়ে না, তখনই অবাক হই। তবে রোহিতের টেস্ট দলে আসা আর বেশি দূরের নয়।’

ইংল্যান্ড সফরে হতাশাজনক পারফরম্যান্সের জের ধরে এশিয়া কাপে ভালো না লাগলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ দেয়া হলো শিখর ধাওয়ানকে। পরিবর্তে ভারতীয় টেস্ট দলে প্রথমবারের জন্য দরজা খুলে গেল মায়াঙ্ক আগরওয়ালের। গত মৌসুমে রঞ্জি ট্রফিতে ৮ ম্যাচে ১১৬০ রান করেছিলেন বেঙ্গালুরুর এই ব্যাটসম্যান। দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সুযোগ ঘটে গেলো তার।

মায়াঙ্ক টেস্ট দলে সুযোগ করে নেওয়ায় ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জ্বল্পনা-কল্পনা। কারণ তালিকায় রয়েছে অনূর্ধ্ব-১৯ দলনেতা পৃথ্বী শ’র নাম। ইংল্যান্ড সিরিজের মাঝপথে মুরালি বিজয়ের বদলি হিসেবে উড়িয়ে নেওয়া হয়েছিল তাকে। ওই সিরিজে মাঠে নামার সুযোগ না পেলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রাখা হয়েছে পৃথ্বী’কে।

এশিয়া কাপে বিশ্রামে থাকলেও দেশের মাটিতে ক্যারিবীয়দের বিরুদ্ধে মাঠে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক ছাড়াও ব্যাটিং অর্ডারে দলের গুরুদায়িত্ব থাকবে চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানের উপর। এছাড়াও ইংল্যান্ড সিরিজের দল থেকে রয়েছেন হনুমা বিহারী এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত।

বোলিংয়ে স্পিন বিভাগে অভিজ্ঞ অশ্বিন, জাদেজার সঙ্গে রয়েছেন তরুণ কুলদীপ যাদব। পেস বিভাগে মোহাম্মদ শামি, উমেশ যাদব, শার্দুল ঠাকুরের সঙ্গে টেস্ট দলে নতুন মুখ মোহাম্মদ সিরাজ। আগামী ৪ অক্টোবর রাজকোটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

খেলাধুলার খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২  গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ