বার্তা পরিবেশক, অনলাইন :: কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরেছেন এক প্রবাসী। এরপর ছিলেন হোম কোয়ারেন্টিনে। সেই অবস্থায় গোপনে বিয়ে করেন তিনি। শুক্রবার (২০ মার্চ) আয়োজন করেন বৌভাতের অনুষ্ঠান। খবর পেয়ে মিরসরাই উপজেলায় বারইয়ারহাট মেহেদিনগর এলাকায় ওই প্রবাসীর বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা ও নবদম্পতিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘ওমান ফেরত ওই প্রবাসী কয়েকদিন আগে দেশে ফেরেন। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) গোপনে বিয়ে করেন। শুক্রবার বৌভাতের আয়োজন করা হয়। খবর পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে বৌভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় ওই প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি নবদম্পতিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’
শুধু এই প্রবাসী নয়, হোম কোয়ারেন্টিন না মানায় শুক্রবার আরও ৭ জনকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের স্টাফ অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তাদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাসুদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি জারি করে সভা, সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পার্ক ও ক্লাবে গণজমায়েত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার পর শুক্রবার নগরী ও বিভিন্ন উপজেলায় এটি তদরকি করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজনের অপরাধে একটি কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা এবং মাহফিল আয়োজনের জন্য একটি মসজিদ পরিচালনা কমিটি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
দেশের খবর