বার্তা পরিবেশক, অনলাইন :: প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে কোয়ারেন্টিন না মানলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার আইন পাস করেছে রাশিয়া। ‘অ্যান্টি ভাইরাস’ শিরোনামে এ আইনটি দেশটির পার্লামেন্টে পাস হয়েছে।
বিশেষ করে মস্কোতে লকডাউনের সময় করোনার সংক্রমণ ঠেকাতে কঠিন এ আইন পাস করা হয়েছে।
এদিকে রাশিয়ায় এ পর্যন্ত কমপক্ষে ২৩৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৭ জন।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় তার দেশের মূল্যবান সময় হাতে রয়েছে।
তবে অনেক রাশিয়ানই করোনা আক্রান্তের সঠিক সংখ্যা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তারা মনে করছেন, তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে।
Other