বরিশাল নগরীর বিভিন্ন জাতীয় দৈনিকের অফিসে গিয়ে মঙ্গলবার (০৩ জুলাই) কুশল বিনিময় করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এর আগে বরিশাল প্রেসক্লাবে হঠাৎ পৌঁছান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রতীক বরাদ্দের আগে কেবল কুশল বিনিময় ও নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই নির্বাচনী প্রস্তুতি সেরে নিচ্ছেন বরিশাল সিটির মেয়র প্রার্থীরা।
বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার মঙ্গলবার (৩ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ভোট কেন্দ্রে শক্ত প্রতিনিধি নির্ধারনের নির্দেশ দেন তিনি। এরপর নগরীর বিভিন্ন জাতীয় দৈনিকের অফিসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে একইভাবে তার বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সোমবার দলীয় এক নেতাকে দেখতে যান শেবাচিম হাসপাতালে।
বরিশাল মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, প্রতীক বরাদ্দ দেয়ার আগে তাদের মেয়র প্রার্থী নেতাকর্মী, বিশিস্টজন, সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করে নিচ্ছেন। এটা তাদের নির্বাচনী প্রস্তুতির অংশ। প্রতিক পেলেই তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটবেন।
এদিকে আ. লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা জ্ঞাপন, কুশলবিনিময় করে তার নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন সাদিক। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সিডিউল শুরু করতে যাচ্ছেন মেয়র প্রার্থী সরোয়ার।
বরিশাল মহানগর আ. লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, এখন তাদের প্রার্থী সাদিক কেবল সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিয়ম করে যাচ্ছেন। বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ডে নির্বাচনী কাজ করবেন। মূলত বুধবার থেকেই সকাল-বিকেল তাদের নির্বাচনী সিডিউল করা হয়েছে। তবে ১১ জুলাই থেকে তারা প্রকাশ্যে প্রচারণায় নামবেন।
এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এবং নগরীর নানা শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কুশল বিনিময় করে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, প্রতিক পেয়ে তারা নির্বাচনী প্রচারণায় নামবেন। এখন কেবল নির্বাচনী প্রস্তুতি চলছে।’
নির্বাচন এক্সপ্রেস