৩ ঘণ্টা আগের আপডেট রাত ১১:৫০ ; রবিবার ; অক্টোবর ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ক্ষমা চাইলেন নারায়ণগঞ্জ এসপি!

বরিশালটাইমস রিপোর্ট
১০:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: পুলিশে কনস্টেবল ‘আপত্তিকর’ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের মতবিনিময়কালে পুলিশ কনস্টেবলদের নিয়ে তার বক্তব্য প্রশাসনের ভেতরে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। এ অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি ক্ষমা চান।

গত ২৯ ডিসেম্বর জেলা পুলিশ সুপার সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশের কনস্টেবল নিয়ে জায়েদুল ইসলাম বলেন, ‘পুলিশে ভালো পোলা ভর্তি করে কনস্টেবলে? সবাই কয় জন্মের পরে আমার পোলা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইবো। কেউ তো কয় না পুলিশ কনস্টেবল বানাইবো। এইটা বলে? তাইলে কোনটা পুলিশ কনেস্টেবল হয়? যে পোলা আইয়ে পাস বা মেট্রিক পাস করছে। এ ঘুরে বেড়ায় বাপ-মায় টিকতে পারে না। তখন এমপি-মন্ত্রী-এসপি-ডিসি কারে ঘুষ দেবো কি করবো না করবো তখন পুলিশে ঢুকায়। কারণ এইটা শয়তান এইটারে পুলিশে ঢুকাইতে হইবো। এইটারে ঘরে রাখতে চায় না। এইতো অবস্থা? কেউতো কয়না আমার ছেলে পুলিশে গিয়ে মানুষের ভালো সেবা করবে। এইটা কেউ বলে? সেখান থেকে আইনা ট্রেনিং দেওয়াইয়া এগুলারে ভালো করা এতো সহজ না। সে কারণে আমি বলতে পারবো না যে আমার সব পুলিশ ভালো। বাংলাদেশে ৯৯ জন লোক আমরা আইন ভাঙতে চাই। সেখানে আইন কীভাবে মানাবো?’

জায়েদুল ইসলামের এ বক্তব্য নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে চরম অসন্তোষ সৃষ্টি হয়। কনস্টেবল থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তাদের মধ্যেও চলে ক্ষোভ হতাশা।

এ অবস্থায় মঙ্গলবার ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজের অবস্থান ব্যক্ত করে তিনি লেখেন, ‘আমি মোহাম্মদ জায়েদুল আলম। পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর এক মতবিনিময় সভায় আলোচনায় ফোর্স প্রসঙ্গে কথা বলি। আমার বক্তব্য খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। আমার বক্তব্যে আমার প্রিয় পুলিশ বাহিনীর কোনো সদস্য কষ্ট পেলে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালসহ ৫ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস  চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের মৃত্যুবার্ষিকী পালিত  মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষণ করছে সরকার: রেজাউল করীম  বিএম কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বসবাস: পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত  কাউখালীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা   কলাপাড়ায় গ্রামীণ কিশোরীদের সেলাই প্রশিক্ষণ  ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ  সুন্দরবন থেকে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার: চারপাশে বাঘের পায়ের ছাপ  গণমাধ্যমে ভিসা নীতি নিয়ে পিটার হাসের বক্তব্য : ১৯০ বিশিষ্ট নাগরিকের নিন্দা  গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত থাকবে: পিটার হাস