কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ও মহানগর বিএনপি। রবিবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, জাল নথির ওপর ভিত্তি করে সাজানো মামলায় বেগম খলেদা জিয়াকে সাজা দিয়ে কারা বন্দী করা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা তছরুপের কোন ঘটনাই ঘটেনি। এমনকি বেগম জিয়ার কোথাও কোন স্বাক্ষর নেই এবং কোথাও তার কোন সংশ্লিষ্টতাও নেই।
এই ফরমায়েসী রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার এক হিংসাশ্রয়ী পরিকল্পনা।
তারা আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তার ওপর সব ধরনের নির্যাতনমূলক কর্মকান্ড থেকে সরকারকে বিরত থাকার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আহবান জানান।’
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।
এর আগে দলবদ্ধভাবে দলীয় কার্যালয় থেকে জেলা প্রশাসকের দপ্তরে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়।
শিরোনামOther