১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

খালেদা গুপ্ত হত্যাকারী জঙ্গিদের সমর্থন দিচ্ছেন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৬ অপরাহ্ণ, ১১ জুন ২০১৬

বরিশাল: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গুপ্ত হত্যার ব্যাপারে আওয়ামী লীগকে দোষারোপ করে জঙ্গিদেরকে সমর্থন দিচ্ছেন। মন্ত্রী বলেন, এসব হত্যার ঘটনায় যারাই ধরা পড়ছে তাদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।

শনিবার বেলা ১১টায়  জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ২০১৩ এবং ২০১৪ সালে যারা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলকে ক্ষতি করার চেষ্টা করেছিল তারা পরাজিত হয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারাই গুপ্ত হত্যার পথ বেছে নিয়ে টার্গেট কিলিং মিশনে পুরহিত, ধর্ম যাজক ও বিদেশি নাগরিকদের হত্যা করেছে।

জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামার, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন