বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ০৩ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত লিখে গত শনিবার ফেসবুকে স্ট্যাটাস দেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। এ ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন।
এদিকে প্রথম স্ট্যাটাসের সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকাল সকালে দ্বিতীয় স্ট্যাটাস দিয়েছেন আব্দুল মোতালেব। এতে তিনি লিখেছেন, ‘আমার স্ট্যাটাস নিয়ে যাঁরা খারাপ মন্তব্য করেছেন, তাঁরা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে দেশবাসী জানে। এ চিন্তা মাথায় রেখেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলেছি। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে—এই চিন্তা নিয়ে স্ট্যাটাসটি দিয়েছি।’
আব্দুল মোতালেব হাওলাদার বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান।