ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৫৮ ; সোমবার ; জুন ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

খালেদা জিয়াকে জুতা প্রদর্শন, বাধা-লাঠিচার্জ ও গ্রেফতার ১১

বরিশালটাইমস রিপোর্ট
২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট যাত্রাপথে সোমবার (০৫ ফেব্রুয়ারি) তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ, গ্রেফতার ও রাস্তার পাশে দাঁড়াতে বাধা প্রদানের ঘটনা ঘটছে।

যাত্রা-বহরকে জুতা প্রদর্শন ও খালেদা জিয়ার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা গেছে নরসিংদীতে। অভ্যর্থনা জানাতে আসা বিএনপির আইন-সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ, আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কি ঘটছে পথে পথে: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রাবাড়ী থেকে নরসিংদী পর্যন্ত রাস্তার দুই পাশে কাউকে দাঁড়াতে দেয়নি। দোকানপাটও খুলতে দেয়নি। দেখা গেছে, বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের স্থানীয় নেতাদের নাম ধরে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। নরসিংদীতে বাধার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে ‘নৌকা’ স্লোগান দিয়ে জুতা প্রদর্শন করে শিবপুর উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বীরুর সমর্থকরা। বেলা ১১ টা ২০ মিনিটে নরসিংদীর বেলানগর বাজারের নরসিংদী জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। হঠাত্ কিছু লোক নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে নৌকার স্লোগান দিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে জুতা প্রদর্শন করে। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে গাড়িবহরে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে গাড়িবহর সামনে অগ্রসর হয়।

এরপর বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কামারখোলা এলাকায় দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের বেধড়ক লাঠিচার্জের কারণে তারা আসতে পারেননি। তবে গাউছিয়া রাস্তার একপাশে, বেলাবোসহ বেশ কয়েকটি স্থানে নেতাকর্মী ব্যানার নিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। এ সময় ‘জিয়া’, ‘খালেদা জিয়া’, ‘তারেক রহমান’ বলে স্লোগান দেন নেতাকর্মীরা।

ভৈরব এলাকায় প্রবেশের পর থেকে প্রতিবন্ধকতা থাকলেও নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। খালেদা জিয়া বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে জড়ো হওয়া নেতা কর্মীদের সাথে কথা বলেন।

খালেদার সফরকে কেন্দ্র করে গুলশান-১, তেজগাঁও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও গাউছিয়া, শিবপুর মোড়ে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।’

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২  গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ