১ ঘণ্টা আগের আপডেট সকাল ৮:২৮ ; শনিবার ; জুন ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

খালেদা জিয়া ৩০০ আসন পেলে খুশি হবেন: সেতুমন্ত্রী

বরিশালটাইমস রিপোর্ট
১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮

বিএনপিকে কোনোভাবে খুশি করার সুযোগ নেই। যদি আগামী নির্বাচনে বিএনপিকে ৩০০ আসন দিয়ে দেওয়া হয় তাহলে তারা নির্বাচন কমিশনকে ভালো বলবে। এছাড়া খালেদা জিয়া নির্বাচন কমিশনকে কখনও ভালো বলবেন না।

বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন- নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি পঞ্চমুখ হয়েছিল। কুমিল্লা নির্বাচনে তারা জিতলো। নির্বাচনের সময় তারা বললো সূক্ষ্ম কারচুপি হচ্ছে। এটা না হলে তারা আরও ভোট পেতো। আসলে জাতীয় সংসদের ৩শ আসনই বিএনপিকে দিলে তারা নির্বাচন কমিশন নিয়ে আর কোনো কথা বলবে না।

‘গত নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী বসার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। না এসে উল্টো যেসব কথা বলেছে সেটা জাতি জানে। এরপর খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন, সান্ত্বনা দিতে গেলেন। তিনি দরজা খুললেন না।

সেদিন দরজা বন্ধ রেখে আলোচনার যে সম্ভাবনাটুকু ছিল সেটুকুও তিনি বন্ধ করে দিয়েছেন। তাদের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশন নির্বাচন করবে।’

তিনি আরও বলেন- আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। ২০০১ এর চেয়েও বিভীষিকাময় পরিস্থিতি হবে। সেই বিভীষিকায় জাতিকে হারিয়ে যেতে হবে। এই দল আবার ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনার পরিবতর্তে বাংলাদেশ পাকিস্তানের চেতনার দিকে ধাবিত হবে।’

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে নৌকাপ্রার্থীর উঠান বৈঠকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ-রক্তপাত  বদলে গেছে ৫ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা  বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা  পাথরঘাটায় ভাইয়ের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ  জাবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আসিফ-দিলশাদ  বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ.লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী  বরগুনায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’  ‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না’  সবজির দাম সামান্য কমলেও মাছ-মাংসে উত্তাপ  বাজেটে কে খুশি হলো খুঁজেই পাচ্ছি না : ফাহমিদা খাতুন