৬ seconds আগের আপডেট রাত ১০:২০ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

খুব শীঘ্রই ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণ কাজ শুরু হচ্ছে

বরিশালটাইমস রিপোর্ট
৯:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

খুব শিগগিরই ভোলা-বরিশাল ব্রীজের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শনিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। তিনি ওই সভায় জানিয়েছেন- ব্রিজটি নির্মাণে ব্যয় হবে সাড়ে ৫ হাজার কোটি টাকা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ একটি দল গত ৬ মাস ধরে ব্রিজটির সম্ভাব্যতা যাচাই নিয়ে কাজ করেছে।

বর্তমানে ভোলার ভেদুরিয়া থেকে শ্রীপুর হয়ে লাহার হাট পর্যন্ত ব্রীজটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে চায়নার সঙ্গে আলোচনা চলছে। চায়নার অর্থায়নে তাদের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান শীঘ্রই কাজটি শুরু করবে। তবে ঠিকাদার নিয়োগের বিষয়ে সরকারের বহি:সম্পদ বিভাগ (ইআরডি) টেন্ডার আহ্বান করবে।

আশা করা হচ্ছে- আগামী জুলাই মাসের দিকে সকল কাজ সম্পন্ন করে ব্রীজ নির্মাণের মূল কাজ শুরু করা যাবে। জমি অধিগ্রহণ, অ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ সব মিলিয়ে সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।
এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্রীজ নির্মাণের কাজ হাতে নেয়ায় সেতু বিভাগ। এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ব্রীজের সাইট পরিদর্শন শেষে বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন- প্রধানমন্ত্রী ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের নির্দেশ দিয়েছেন। অনেকের কাছে এটি স্বপ্ন মনে হয়েছি। কিন্তু এটা এখন বাস্তব। এটি বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর দিয়ে ৩ কিলোমিটার রাস্তাসহ মোট ৬ কিলোমিটার দীর্ঘ ব্রীজ হচ্ছে।
এদিকে ভোলা-বরিশাল ব্রীজ হলে দেশের মুল ভুন্ডখন্ডের সাথে যুক্ত হবে ভোলা। একই সাথে সড়ক পথে খুব অল্প সময়ে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে।

এতে একদিকে যেমন জেলার অর্থনীতির উন্নয়ন ঘটবে অন্যদিকে সারা দেশের মধ্যে একটি মডেল জেলায় রুপান্তিত হবে গ্যাস সমৃদ্ধ ভোলা।’’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশাল সিটি নির্বাচন: হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ  কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ  ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ  বয়স্ক ভাতা বাড়ল ১০০, বিধবায় ৫০  ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমেছে  সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে পাঁচ লাখ টাকা জরিমানা, তিনজনকে কারাদণ্ড  ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর  বরিশাল সিটি নির্বাচন: সাধারণ-সংরক্ষিত আসনে লড়বেন স্বামী-স্ত্রী  যৌতুক না পেয়ে সন্তান রেখে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া স্বামী কারাগারে  তরুণ-তরুণীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা