১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

খেলার মাঠেই প্রাণ গেল ফুটবলারের

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: মাঠে চলছে খেলা, হঠাৎ পড়ে গেলেন এক ফুটবলার। অসুস্থ ফুটবলারকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আরও আগেই দুনিয়া থেকে পাড়ি জমিয়েছেন এ ফুটবলার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, খেলা চলাকালে মাঠেই মৃত্যু হওয়া এ ফুটবলারের নাম রাধাকৃষ্ণন ধনরাজন। কেরালার এ ফুটবলার দীর্ঘদিন খেলেছেন কলকাতায়।

কলকাতার প্রধান তিন ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানে খেলেছেন রাধাকৃষ্ণন ধনরাজন। সন্তোষ ট্রফিতেও তিনি পশ্চিমবঙ্গের হয়ে খেলেছেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, গত রোববার সন্ধ্যায় কেরালায় এফসি পেরিলথালমান্না বনাম সাস্থা ত্রিশূরের মধ্যে ম্যাচ চলাকালে হঠাৎ করে পড়ে যান ধনরাজন। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয়। সেখান থেকে দ্রুত তাকে স্থানীয় মৌলানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন ধনরাজন। চিকিৎসকদের ধারণা, খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয়েছে।

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন