নিজস্ব বার্তা পরিবেশক:: সরকারের গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল ইসলামের সাথে সাক্ষাত করেছে রাজধানী ঢাকাস্থ বরিশাল বিভাগীয় আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রোহান রায়হানের নেতৃত্বে নেতৃবৃন্দ রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসায় যান। এবং সেখানে সংগঠনটির পক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দ পিরোজপুর সদর আসনের এই সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে মন্ত্রী সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতাকর্মী এক সংক্ষিপ্ত আলোচনায় বসেন। আলোচনার সিন্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর ২০১৯ সকল সদস্যরা একত্রে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ বিজয়ের উদ্দেশে পুষ্পমাল্য প্রদান করবেন।
এছাড়াও প্রায় ২০০ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানান সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।’
বরিশালের খবর, বিভাগের খবর