১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গণমাধ্যমে ভয়াবহ বসগিরি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

গণমাধ্যমে ভয়াবহ বসগিরি!

নিয়ন মতিয়ুল, ঢাকা:: গণমাধ্যমে ‘জীবন্ত কিংবদন্তি’ বসদের কেউ কেউ নাকি কর্মীদের সঙ্গে মল্লযুদ্ধে দারুণ দক্ষ; অপদস্থ করার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। আবার অনেকে বার্তাকক্ষে ‘স্ল্যাং’ প্রয়োগে শৈল্পিক জ্ঞানসমৃদ্ধ। ভয়ে এসব বড় বসের কাছ থেকে (চাকরি না পাওয়ার ঝুঁকি নিয়েও) নিরাপদ দূরত্বে থাকতে হয়। অথচ তারাই সাংবাদিকতার গুরু। তারাই জাতিকে দিকনির্দেশনা দেন; টকশোতে গণতন্ত্র আর সুশাসনবিষয়ক জ্ঞান দান করেন।

মিডিয়া ওয়াচের পোস্ট থেকে জানা গেল, ‘এ ডে উইথ এ ডিফারেন্স’ স্লোগানের এক ইংরেজি দৈনিকের অফিসে সম্প্রতি দেরিতে হাজির হওয়ায় সিনিয়র এক সাংবাদিককে মারধর করেছেন নির্বাহী সম্পাদক। ঘটনার প্রতিবাদে সাংবাদিক-কর্মচারীরা অনাস্থা এনেছেন। পোস্টে এক মন্ত্রীর পত্রিকাতে প্রশাসনিক কর্মকর্তার হাতে সাংবাদিক লঞ্ছিত হওয়া আর চাকরি হারানোর তথ্যও দেয়া হয়েছে।

এমন বহুবিধ ঘটনার প্রেক্ষিতে আমার ব্যক্তিগত বিশ্বাস, গণমাধ্যমের মূল সংকট আসলে আধুনিক দৃষ্টিভঙ্গির অভাবজনিত অব্যবস্থাপনা। স্বাধীনতার পর অর্ধশতকেও এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি, ‘বসগিরির’ বদলও ঘটেনি। কর্মীদের দাস ভেবে মানসিক নির্যাতন করাই এখানে স্বীকৃত দক্ষতা-যোগ্যতা। মেধা-সৃজনশীলতা আর মনস্তত্ত্বনির্ভর বার্তাকক্ষের বদলে ‘পণ্ডিতদের পাঠশালার’ পদ্ধতিই চলমান।

অসুস্থ রাজনীতির গুণমুগ্ধ বসদের অনেকে নিজেদের প্রগতিশীল দাবি করলেও পরিবর্তনকে মানতে অক্ষম। মনস্তত্ত্বভিত্তিক ব্যবস্থাপনা যেখানে গোটা বিশ্বের কর্মক্ষেত্রই বদলে দিচ্ছে সেখানে আমরা ‘ধমকাধামকি’ ‘মানসিক নির্যাতনের’ মতো আদিমতায় আটকে আছি। ফলস্বরূপ আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস হারিয়ে সাংবাদিকরা হীনমন্যতার শিকার হচ্ছেন। বেশি আক্রান্ত হচ্ছেন হাইপারটেনশনে।

শীর্ষ পর্যায়ের জনপ্রিয় গণমাধ্যমের শীর্ষ বসেরাও ভয়াবহরকম স্বেচ্ছাচারি, অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির, বিষাক্ত ব্যবস্থাপনায় পারদর্শী। মূলত, এসব ‘সাইকো’ বসদের কারণেই গণমাধ্যম সৃজনশীল, আধুনিক, সাহসী হয়ে উঠতে পারছে না। দেশও পচা দুর্গন্ধ ছড়ানো মস্তিষ্কে ভরে উঠছে। এমন পরিস্থিতিতে আর যাই হোক আধুনিক মানুষ বা সমাজ-রাষ্ট্র তৈরি হবে না। কারণ গণমাধ্যম পঙ্গু হলে জাতির অগ্রগতি থেমে যায়।

(গণমাধ্যম ভাবনা: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩। এলিফেন্ট রোড, ঢাকা)

65 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন