নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেন- মরণঘাতি নভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে হবে। সামাজিক নিরাপত্তা বজায় রাখুন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। অযথা বাইরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজনে মুদি দোকান থেকে কেনাকাটার সময় কমপক্ষে তিনফুট দুরত্ব বজায় রাখুন।
শনিবার সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিএমপি পুলিশের উদ্যোগে সড়কে ওয়াটার ক্যানন দিয়ে জীবানুনাশক পানি স্প্রে করার সময় তিনি এসব কথা বলেন।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন- যারা বিদেশ থেকে অথবা ঢাকা থেকে বরিশাল এসেছেন তারা অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। আতংকিত না হয়ে সচেতন হয়ে নিজ নিজ ঘরে থেকে এ ভাইরাসের হাত থেকে নিজে বাচুন, আপনার পরিবারকে বাচান, তার সাথে সাথে আমাদের সকলকে বাচতে সহায়তা করুন।
তিনি আরও বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। যেহেতু এ ভাইরাসটি মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়, সেহেতু এ ভাইরাস থেকে বাচতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলাফেরা করুন। অতিপ্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। পুলিশকে সহযোগিতা করুন। আসুন আমরা নিজে বাঁচি। জাতিকে বাচাই, বিশ্ব মানবতাকে বাচাই।
এসময়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে সড়কের পাশে দোকানের সামনে গোলাকার বৃত্ত অংকন করা হয়। যার মধ্যমে জনসাধারণ দূরত্ব নিশ্চিত হয়ে প্রয়োজনী সামগ্রী ক্রয় করতে পারেন।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এএফএম ফায়েজুর রহমান ও অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাহিদ বিন আলম।
বরিশালের খবর, বিভাগের খবর