বরিশাল ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া সুরভীসহ অন্তত ৮ টি লঞ্চ মেঘনার ডুবোচরে আটকা পড়েছে। শনিবার রাত ১০ পর থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পর্যায়ক্রমে লঞ্চগুলো আটকা পড়ে। প্রতিটি লঞ্চে দেড় ১ হাজার করে অর্থাৎ ৮ টিতে ১২ হাজার যাত্রী রয়েছেন।
এই তথ্য সুরভী ৮ লঞ্চের কেবিনের যাত্রী পলাশ বরিশালটাইমসকে নিশ্চিত করে জানিয়েছেন- রাত ৯টার দিকে লঞ্চটিতে অন্তত দেড় হাজার যাত্রী ঢাকার উদ্দেশে রওনা দিয়ে যায়।
পথিমধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ লাগোয়া মেঘনা নদীর ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে। পর্যায়ক্রমে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আরও সাতটি লঞ্চও আটকা পড়ে ওই নদীতে।
লঞ্চগুলোর স্টাফদের সাথে কথা বলে জানা গেছে- ভাটায় আকস্মিক নদীর পানি হ্রাস পাওয়ায় লঞ্চগুলো ডুবোচরে আটকা পড়েছে। অনেক চেষ্টা করেও লঞ্চগুলো নামাতে না পেরে এখন জোয়ারের অপেক্ষা করছেন। গভীর রাতে পানি বাড়লে ফের ঢাকার উদ্দেশে রওনা হবেন।’’
শিরোনামবরিশালের খবর