গভীর রাতে ফেসবুকে স্ট্যাটাস, ফোন পেয়ে তরুণীর জীবন বাঁচাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : গভীর রাতে হতাশায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা তরুণীকে বাড়িতে গিয়ে বাঁচিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই তরুণীর বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের মিস্ত্রি পাড়ায়।
রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার পরিবার আমার পুরো জীবনটাকে শেষ করে দিয়েছেন। তারাই দায়ী আমার মৃত্যুর জন্য’ লিখে আত্মহত্যার চেষ্টা করেন। তার ফেসবুক বন্ধুর তালিকায় থাকা এক ব্যক্তি এ পোস্ট দেখে ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত তার বাড়িতে যায়।
পুলিশ জানায়, শহরের মিস্ত্রীপাড়া এলাকায় বাবার বাড়িতে থাকতেন তিনি। দুটি বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পর হতাশায় পরে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, বিষয়টি জানার পরই স্থানীয় লোকজনদের অবহিত করে নারীকে দ্রুত সনাক্ত করা হয়। পরে প্রতিবেশীদের নিয়ে ওই নারীকে কাউন্সিলিং করা হয়। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করবেন বলে লেখেন ওই তরুণী। খবর পেয়ে তাকে সনাক্ত করে সুস্থভাবে উদ্ধার করেছে পুলিশ। পরে কাউন্সিলিংয়ের মাধ্যমে সুপরামর্শ দেওয়া হয় তাকে।
দেশের খবর