বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলে গভীর রাতে হানা রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
গত সোমবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বঙ্গবন্ধু ও শের-ই বাংলা হলে এই অভিযান চলানো হয়।
এর আগে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই গ্র“পে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাতে অস্ত্র উদ্ধার করতে হলে তল্লাশি চালায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শের-ই বাংলা হলের প্রভোস্ট আব্দুল্লাহ আল মাসুদ বরিশালটাইমসকে জানান, সোমবার (২৪ এপ্রিল) সকালে দু’দল ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে রাতে পুলিশ অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে না পারলেও কিছু রড ও লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. শাখাওয়াত হোসেন বরিশালটাইমসকে জানান, এটা ছিল রুটিন তল্লালি। অভিযানে কাউকে আটকও করা হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।”