রাজধানীর সদর ঘাট থেকে যাত্রী বরিশালে আসার পথে এমভি সুন্দরবন ১১ লঞ্চ মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে। চাদপুর লাগোয়া পদ্মা নদীতে ঢাকাগামী এমভি স্বর্ণদ্বীপ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কোন হতাহতের খবর না পাওয়া গেলেও সংঘর্ষের সময়ে যাত্রীরা জীবন রক্ষায় এদিক ওদিক ছোটাছুটি করেন। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এই বিষয়টি সুন্দরবন লঞ্চের একাধিক যাত্রী বরিশালটাইমসকে নিশ্চিত করে জানিয়েছেন দুটি লঞ্চে অন্তত দেড় হাজারের বেশি যাত্রী রয়েছে। তাছাড়া এই লঞ্চটিতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিও রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার শিকার এমভি সুন্দরবন ১১ লঞ্চের মাস্টার জাহাঙ্গীর আলম বরিশালটাইমসকে জানিয়েছেন- সাত থেকে আটশত যাত্রী নিয়ে তাদের জাহাজটি রাত ৯টার দিকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১১টার দিকে জাহাজটি চাদপুর সংলগ্ন পদ্মা নদীতে পড়লে কুয়াশার কারণে সামনে দেখা যাচ্ছিল না।
ফলে বিপরীত দিক থেকে রাজধানীর উদ্দেশে রওনা দেওয়া এমভি স্বর্ণদ্বীপ লঞ্চটি সাথে তাদের সুন্দরবন লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। ওই সময় প্রায় আধা ঘণ্টা লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিসের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু বরিশালটাইমসকে জানিয়েছেন- খোঁজখবর নিয়ে জেনেছেন দুটি লঞ্চের তেমন কোন ক্ষতি বা যাত্রী হতাহতের খবর নেই। যে কারণে লঞ্চ দুটি নিজস্ব গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে গেছে।’’
শিরোনামবরিশালের খবর