৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গভীর রাতে যাত্রী নিয়ে মাঝ নদীতে বিকল অ্যাডভেঞ্জার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ২৪ আগস্ট ২০১৭

বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে মাঝ নদীতে পাখা ভেঙে বিকল হয়ে পড়েছে আধুনিক নৌ-যান অ্যাডভেঞ্জার ১। বুধবার (২৩ আগস্ট) গভীর রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল নৌ পুলিশের ওসিসহ একটি টিম সেখানে ছুটে গেছেন।

রাত সাড়ে ১২টার দিকে ওসি বেল্লাহ হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন, জাহাজটি ১ হাজারের বেশি যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে পাখা ভেঙে বিকল হয়ে পড়ে।

বরিশাল শহর থেকে পাখা নিয়ে এসে মেরামত কাজ চলছে। ত্র“টি সমাধন হলে গেলেই ঢাকার উদ্দেশে ফের হওনা হবে যাবে।”

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন