১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গলাচিপায় ইয়াবাসহ আটক ১

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯ অপরাহ্ণ, ২৭ মে ২০২৩

গলাচিপায় ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: : পটুয়াখালীর গলাচিপায় ১০০ পিস ইয়াবাসহ জহিরুল বয়াতী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ছোট চরকাজল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি ওই গ্রামের খালেক বয়াতীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চরকাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন ও এএসআই সুধন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ছোট চরকাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ জহিরুলকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু করা হয়েছে। জহিরুল এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে চরকাজলসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য কেনা-বেচা করত।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন