গলাচিপায় অতিরিক্ত টোল আদায় প্রতিনিধিকে ৯০ হাজার টাকা জরিমানা
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি: শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গলাচিপা টু হরিদেবপুর খেয়াঘাটে ইজারাদের লোকজন অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৯০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্টেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো; সাইফুল ইসলাম।
জানা গেছে, পটুয়াখালী জেলা পরিষদ থেকে গলাচিপা টু হরিদেবপুর খেয়াঘাট ১৪২৯ বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত ইজারা তোলার দায়িত্ব শিবুলাল দাস । তিনি প্রতিনিধির মাধ্যমে টোল আদায় করে আসছেন। তাদের টোল আদায়ের অনিয়মের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।
শুক্রবার এক পথ চারী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, তিনি খেয়া পাড়ার পূর্বে টোল আদায়ের সময় আদায় কারীরা পথচারীর নিকট একটি ছোট খেলানা থেকে তিনশত টাকা দাবী করে আসছে প্রতিনিধিরা এবং উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায় পথচারীকে মারধর করে টোল প্রতিনিধিরা।
বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসলে টোল প্রতিনিধি নাইমুল ইসলাম কে অতিরিক্ত টোল আদায় করার অপরাধে তাকে ৯০হাজার টাকা জরিমানা করে। এ সময় গলাচিপা উপজেলাল নিবার্হী কর্মকতার্ (অতিরিক্ত দায়িত্ব) মো; মহিউদ্দিন আল হেলাল উপস্থিত ছিলেন।
তিনি জানান, তারা যেটা সেবা দেয়ার কথা তার চেয়েও অতিরিক্ত টাকা দাবী করছে। যাকে মারধর করছে তিনি লিখিত দিলে বিষয়টি আইন ভাবে দেখা হবে। অনিয়মের বিরুদ্ধে সবসময় অভিযান অব্যাহত থাকবে।
পটুয়াখালি, বিভাগের খবর