বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৫৮ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০১৯
সঞ্জিব দাস, গলাচিপা:: পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে আহত-৭। আহতরা হলেন হান্নান মাঝি (৩০) মাইনউদ্দিন মাঝি (২৮), সালমা বেগম (৩৪) মোঃ রাজিব মাঝি (১৭) হোসনেয়ারা বেগম (৫৫) আলী হোসেন চৌকিদার (৬০) পারভীন বেগম (৪৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের চরহরিদেবপুর ১ নম্বর ওয়ার্ডে। মাইনউদ্দিন মাঝি প্রতিবেদককে জানান, সোমবার বিকাল আনুমানিক ৪ টার দিকে আলী হোসেন চৌকিদারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরায় সেই পুকুরে আমার হাঁস যাওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের চড়াও হয়ে মারামরি হয়। এতে আমার প্রতিবন্ধী ভাই সহ ৫ জন আহত হয়।
আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয় আমির হোসেন চৌকিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ও আমার স্ত্রীকে হান্নান মাঝি সহ আরো অনেক লোকজন এলোপাথারী ভাবে মেরে আহত করে। পরে আমার পাশের বাড়ির লোকজন এসে আমাদেরকে হাসপাতালে ভর্তি করে। কর্তরত ডাক্তার মোস্তফা সিকদার বলেন, দুপক্ষের ৭ জনই আমার চিকিৎসাধীন আছে।
ইউপি সদস্য হাজী মোসলেম প্যাদা ঘটনার সত্যতা স্বীকার করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বরিশালটাইমসকে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।