বার্তা প্রতিবেদক, গলাচিপা::: গলাচিপা পৌরসভার ফেরিঘাট এলাকায় শুক্রবার সকালে গলাচিপা থানার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহম্মদ মঈনুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, গলাচিপা থানার উদ্যোগে এবার ৪০ জনকে কম্বল দেওয়া হয়েছে। এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া, পরবর্তীতে অসহায় ও দুস্থদের মধ্যে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে
বলে জানান ।
পটুয়াখালি, বিভাগের খবর