৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গলাচিপায় পুলিশ সপ্তাহ পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৬ অপরাহ্ণ, ০৫ জানুয়ারি ২০২০

সঞ্জিব দাস, পটুয়াখালী:: গলাচিপায় পুলিশ সপ্তাহ পালিত“মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে প্রতিবন্ধি, বৃদ্ধ, শিশু বান্ধব হেল্পডেক্সের শুভ উদ্বোধন, আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় গলাচিপা থানার আয়োজনে এবং এডিডি ইন্টারন্যাশোনাল ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় গলাচিপা থানা প্রাঙ্গণে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন