গলাচিপায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুঁর নিয়ন্ত্রণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: “কাউকে পশ্চাতে রেখে নয়,ভাল উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন।” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃআকরামুজ্জামান এর সঞ্চালনায় গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার এর সভাপতিত্বে কৃষি অফিসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃসাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এটিএ মোঃ এনায়েতুর রহমান,সহকারী কৃষি অফিসার মু.দেলোয়ার হোসেন ও সহকারী কৃষি অফিসার নরোত্তম বিশ্বাস।
খাদ্য দিবসের সভা শেষে, “বছরে ইদুঁর খাচ্ছে শস্য লাখ লাখ টন,রুখতে দরকার ইদুঁর নিয়ন্ত্রণ। ” এই প্রতিপাদ্যের আলোকে ইদুঁর নিয়ন্ত্রণে র্যালী ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন,ইদুঁর খুব চালাক ও চতুর প্রানী।
ইদুঁর আমাদের দেশের লাখ লাখ মেট্টিক টন ফসল নষ্ট করে তাইসকলকে ইদুঁর নিয়ন্ত্রণে সর্তক হতে হবে।যদি কৃষক ইদুঁর ধরে নিযন্ত্রণে আনতে পারে তাহলে সরকারি ভাবে পুরস্কিত করা হবে। তাই সকল কৃষককে ইদুঁর নিয়ন্ত্রণে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।
পটুয়াখালি, বিভাগের খবর