গলাচিপায় সদস্য পদে মাইনুল ইসলাম রনো নির্বাচিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড গলাচিপা উপজেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সদস্য পদে মাইনুল ইসলাম রনো তালা প্রতীক নিয়ে ১২৬ ভোট নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহিন মিয়া ৩৯ ভোট পেয়েছেন। এ ছাড়া সংরক্ষিত (গলাচিপা-রাঙ্গাবালী-কলাপাড়া) মহিলা আসনে বিলকিস জাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে করা নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। গলাচিপায় মোট ১৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে।
পটুয়াখালি, বিভাগের খবর