গান গাইতে সৌদি গেলেন মমতাজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জনপ্রিয় ফোক গানের শিল্পী মমতাজ। দেশের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছেন তিনি। এবার এই সৌদি আরবে গান গাইতে গেলেন ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম।
বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন মমতাজ। সেখানে তিনি লেখেন, ‘নিয়তগুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল। ’
জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিতব্য ‘প্রবাসে আনন্দ উৎসব ২০২২’ নামের অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এর আগে আজ (২০ অক্টোবর) মক্কা-মদীনায় কাবাঘর ও হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করবেন মমতাজ।
কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ। চলতি মাসেই আবার দেশে ফিরবেন।
বিনোদনের খবর