২ িনিট আগের আপডেট বিকাল ৪:১০ ; বৃহস্পতিবার ; সেপ্টেম্বর ২৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

গাড়ি ভাঙচুরে পুলিশ, ভিডিও ভাইরাল হতেই ক্ষুব্ধ কংগ্রেস-সিপিএম

বরিশালটাইমস রিপোর্ট
১২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বাম ও কংগ্রেসের ডাকা বন্‌ধকে ঘিরে বুধবার উত্তাল হয়ে উঠেছিল ভারতের পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচকের সুজাপুর। সেখানে পুলিশকে যেমন আক্রমণ করা হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পুলিশ ও র‌্যাফের (র‌্যাপিড অ্যাকশন ফোর্স) পোশাক পরা কয়েকজন কিছু গাড়ি ভাঙচুর করেছে। ভিডিওটির সত্য কিনা সেটা এখনও যাচাই করা হয়নি।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ যদি এই কাজ করে থাকে, তা হলে তা খতিয়ে দেখতে হবে। পুলিশকে কারা প্ররোচনা দিল, তা-ও দেখতে হবে। তদন্তের আগে মন্তব্য করা যায় না।’’
জেলার এসপি অলোক রাজোরিয়া বলেন, ‘‘ভিডিও’তে দেখা যাচ্ছে পুলিশের পোশাক পরা কয়েক জন ভাঙচুর করছে। কিন্তু অনেক দূর থেকে তোলা বলে কারও মুখচোখ দেখা যাচ্ছে না। আমরা খতিয়ে দেখছি, কারা ছিল। তার পরে ব্যবস্থা নেওয়া হবে।’’ রাত পর্যন্ত অবশ্য কেউ গ্রেফতার হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বেলা দেড়টা নাগাদ জাতীয় সড়কের ধারে নয়মৌজা মাঠে পুলিশের একাধিক গাড়ি জ্বলতে দেখা যায়। সেগুলির পাশেই ছিল একাধিক বেসরকারি যাত্রিবাহী ছোট গাড়ি। ভিডিওতে দেখা যায়, পুলিশের উর্দি পরা কিছু লোক লাঠি ও আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে সেগুলি ভাঙচুর করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘পুলিশ এবং শাসক দলের প্ররোচনায় একটা ঘটনা ঘটল, যাতে ধর্মঘটকারীদের কলঙ্কিত করা যায়। পুলিশ যা ভূমিকা নিয়েছে, তাতে যোগীর রাজ্যের সঙ্গে এ রাজ্যের তফাত কোথায়!’’

সিপিএম পলিটব্যুরো সদস্য মোহম্মদ সেলিম বলেন, ‘‘সংঘর্ষ বা ভাঙচুর সমর্থনযোগ্য নয়। কিন্তু এখানে ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ নিজেরাই গাড়ি ভাঙছে। এর পরে মুখ্যমন্ত্রী কীভাবে প্রতিবাদীদের জ্ঞান দেন!’’

যা শুনে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘সিপিএম নেতারা শিশুসুলভ আচরণ করছেন। মুখ্যমন্ত্রীকে বেশি আক্রমণ করতে গিয়ে তাঁরা আসলে বিজেপির হাতই শক্ত করছেন।’’

এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বন্‌ধ সমর্থকেরা। একটি হোটেল খুলেছে দেখে সেটি ভেঙেচুরে দেওয়া হয়। ভাঙচুর চলে সরকারি ও বেসরকারি বাসেও। লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। তাদের লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেলও ছোড়া হয়। মালদহের ডিএসপি প্রশান্ত দেবনাথের সার্ভিস রিভলভারও ছিনতাই করা হয় বলে অভিযোগ। সারাদিনে তার খোঁজ মেলেনি। সংঘর্ষে প্রশান্তবাবু-সহ ৯ জন পুলিশ আহত হন। পুলিশের পাঁচটি ভ্যানে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, পুলিশ শূন্যে গুলি চালায়। সে-কথা অবশ্য পুলিশ অস্বীকার করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে এক কেজি গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২  সুখবর: দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা  বাংলাদেশের প্রথম ডেঙ্গু টিকা চার ধরনেই কার্যকর  বাঙালির স্বপ্নপূরণের নির্ভীক কারিগর শেখ হাসিনা  ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে কারাগারে শিক্ষক  ভুয়া ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২  সাঈদীর জন্য দোয়া, চাকরি গেল মডেল মসজিদের ইমামের  নির্বাচনের আগে আরও এক দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র  মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর  ট্রাম্পকে আগে সামলান, বাইডেনকে কাদের