৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
পিরোজপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৪০ নেতাকর্মীর নামে মামলা নেছারাবাদে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে বৃদ্ধা মাকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট বরিশালে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা বরিশালে টিকা নেয়ার পর বিদ্যালয়ে অসুস্থ ৭ শিক্ষার্থী হিজলায় শহীদ রিয়াজ,আতিক শাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার মতবিনিময় সভা মঠবাড়িয়ায় র‍্যাব-৮ এর হাতে যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার বাউফলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় যশোর আদালতে একজনের পরিবর্তে অন্যজনের সাক্ষ্য একজনকে আটক করে কারাগারে প্রেরণ যশোরের শার্শায় ৭ শতাধিক পরিবারের শামুক বিক্রি করে সংসার চলছে

গুলিবিদ্ধ হয়ে নিহত ছেলের কবরে দাঁড়িয়ে কাঁদলেন বাবা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:১৪ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে তিনজন নিহত হয়। এ সময় কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোবাইল ব্যবসায়ী জোবায়ের আহমেদ (২১)।

নিহত জোবায়ের মইলাকান্ধা ইউনিয়নের কাউরাট গ্রামের কাউরাট আকবর আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হাজী মোহাম্মদ আনোয়ার উদ্দিনের ছেলে। জোবায়ের বাবা জানান, আমার ছেলে গত বছর বিয়ে করেছে। বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকায় যাচ্ছিল। পথে মারা যায়। আমার ছেলের মৃত্যুর জন্য কাউকে দায়ি করি না।

ছেলের হায়াত ছিল এতদিন তাই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ছেলেকে মহান আল্লাহতায়ালা যেন জান্নাতবাসী করেন। নিহত অন্যরা হলেন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব (১৯) রামগোপালপুর ইউনিয়নের দমগাও গ্রামের হেলিমের ছেলে রাকিব (১৯)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আল মামুন জানান, নিহতের ঘটনায় গৌরীপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পাঁচজন গ্রেপ্তার করা হয়েছেন অন্যদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

90 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন