৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গুয়েতেমালায় অগ্ন্যুৎপাত: নিহতের সংখ্যা বেড়ে ৬২

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ০৫ জুন ২০১৮

গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এতে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

ফুয়েগো আগ্নেয়গিরিটি রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। আগ্নেয়গিরিটি থেকে এ ধরনের অগ্ন্যুৎপাতের ঘটনা গত চার দশকেরও ঘটেনি। দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি সহ আরো কিছু অঞ্চলে লাভা এবং ভস্ম ছড়িয়ে পড়েছে।

এদিকে, গুয়েতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার স্রোত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ভেতরে থাকা মানুষজন পুড়ে গেছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের অগ্ন্যুৎপাত।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন