বার্তা পরিবেশক, অনলাইন:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আমাতরের টেক গ্রামে বাবার বাড়িতে শাহিদা বেগম (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শাহিদার মৃত্যুর পর তার স্বামী তৈয়বুর রহমান পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমাতরের টেক গ্রামের আবুল মুনসুরের মেয়ের সঙ্গে বছর তিনেক আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তৈয়বুর রহমানের বিয়ে হয়। তিন-চার দিন আগে শাহিদা স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাশতা খেয়ে ঘরে ঘুমাতে যান শাহিদা। এ সময় তার স্বামী তৈয়বুরও ছিলেন। দুপুর ১টার দিকে শাহিদাকে মা দিলারা বেগম ডাকতে গিয়ে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এ সময় তৈয়বুর ডাক্তার আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি পলাতক।
দেশের খবর