গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার জাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১২ বছর আগে সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমাছের ছোটভাই আসাদুল হকের সঙ্গে দেওয়ানগঞ্জের ঝাউডাঙ্গা গ্রামের মোহাজন মিয়ার মেয়ের বিয়ে হয়।
বিয়ের তিন বছর পর আসাদুল সৌদি আরব চলে যান। কিছুদিন আগে তিনি দেশে ফিরে স্ত্রীকে নির্যাতন শুরু করেন।এদিকে, গত মাসে আসাদুল তার স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসেন।
স্ত্রীর কাছে তালাকের খবর গেলে সোমবার দুপুরে তিনি স্বামীর বাড়িতে আসলে তিন জা ও স্বামী মিলে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে বড় জা শীলা বেগমকে আটক করে। এসময় আসাদুলসহ অন্যরা পালিয়ে যান।
ভুক্তভোগীর মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, জামাইকে বিদেশ যাওয়ার জন্য তারা পাঁচ লাখ টাকা যৌতুক দিয়েছেন। বিদেশ গিয়ে জামাই ভাই-ভাবিদের নামে টাকা পাঠাতেন। দেশে আসলে এসব নিয়ে কথা বলায় তার মেয়েকে নির্যাতন শুরু করেন জামাই।
তবে বিষয়টি অস্বীকার করে নির্যাতিতার ভাসুর ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ বলেন, ছোটভাই তার স্ত্রীকে আগেই তালাক দিয়েছে। সে বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করায় নিবৃত করতেই গাছের সঙ্গে বাঁধা হয়েছিল।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার ও ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের খবর