বার্তা পরিবেশক, অনলাইন::: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গার্মেন্ট শ্রমিক গৃহবধূ রোকসানা আক্তার রুনা (২৭)-র রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর স্বামী বাসচালক গোলজার পালিয়ে গেছে। নিহত রোকসানা আক্তার রূনা মাহমুদপুর ইউনিয়নের রঘূনাথপুর এলাকার মৃত কালু মিয়ার কন্যা।
জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনারচর এলাকার জুলহাসের বাড়ির ভাড়াটিয়া গোলজার এর সাথে তার সদ্য বিবাহিত স্ত্রী রোকসানার ঝগড়া হয়। মঙ্গলবার স্বামী গোলজার তার শ্বশুর বাড়িতে ফোন করে জানান, রোকসানা রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। এ খবর পেয়ে রোকসানার ভাই কামালসহ বাড়ির লোকজন ছোট বিনারচর থেকে রোকসানার লাশ তার পিতার বাড়ি মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী রঘূনাথপুর নিয়ে যায়। সেখানে মহিলারা রোকসানার লাশের গোসল করাতে গিয়ে তার গলায় কালো দাগ দেখতে পেলে তা বাড়ির অন্য লোকজনদের জানান। পরে এ ঘটনাটি এলাকার লোকজন থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থলে যান।
নিহত রোকসানার ভাই কামাল জানান, তার বোনের এ পর্যন্ত ৪টি বিয়ে হয়েছে। সম্প্রতি সে গোলজারকে বিয়ে করে ছোট বিনারচর এলাকায় বসবাস করছিল। রোকসানা রূপগঞ্জ এলাকার ফকির গার্মেন্ট এর শ্রমিক ও তার স্বামী গোলজার সেই গার্মেন্টের বাসের ড্রাইভার বলে সে জানায়। ঘটনাটি জানাজানি হলে রোকসানার স্বামী গোলজার পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতের ভাইসহ বাড়ির লোকজন তাকে জানান যে, রোকসানা স্ট্রোক করে মৃত্যু বরণ করেছে।
দেশের খবর